HomeTutorial
যৌন মিলনের সময় অরগাজম হচ্ছে - বুঝার উপায় কি ?
যৌন মিলনের সময় অরগাজম হচ্ছে - বুঝার উপায় কি ?
যৌন মিলনের শেষ পর্যায় হচ্ছে অরগাজম বা চরম
তৃপ্তি। নারীদের জন্য অরগাজম একেবারেই অন্য
রকম একটা অনুভব। আপনার পরিচিত অন্য কোন
অনুভবের সাথে এটার মিল খুঁজে পাবেন না। হ্যাঁ, এ কথা
সত্যি যে আমাদের দেশে বিপুল সংখ্যক নারীর
অরগাজমের সাথে পরিচয় নেই। এমনকি তাঁরা জানেন
পর্যন্ত না অরগাজমের ব্যাপারে। কেননা পুরুষের
চাইতে নারীর অরগাজমটা একটু ভিন্ন। পুরুষের
অরগাজম যত সহজে আসে, নারীর ক্ষেত্রে
তেমনটা হয় না। নারীর অরগাজমে সময় ও যৌন মিলনের
সঠিক পজিশন প্রয়োজন।
পুরুষ
যেমন বীর্যপাতের কয়েক মুহূর্ত আগে টের পান,
নারীর ক্ষেত্রেও তাই। যৌন মিলনের সময় অরগাজম
হবার কয়েক মুহূর্ত আগেই বুঝতে পারবেন যে চরম
মুহূর্ত উপস্থিত হতে যাচ্ছে। আপনার হার্ট বিট বেড়ে
যেতে শুরু করবে, মুখে রক্ত জমবে, নিঃশ্বাস ভারী
হয়ে যাবে, কেউ কেউ ঘামতেও শুরু করবেন।
তবে সবচাইতে নিশ্চিত ব্যাপারটি হচ্ছে নিজের
যোনিতে এমন একটা উত্তেজনাময় অনুভব তৈরি হবে
যেটা আগে কখনো অনুভব করেননি। এক রকমের
অসহ্য আনন্দ। কয়েক সেকেন্ড স্থায়ী এই
অনুভবের পর ভীষণ ক্লান্তি অনুভব করবেন আর
যোনির পিচ্ছিল ভাব কমে গিয়ে যোনি শুকিয়ে
আসবে। পিপাসা বোধ করতে পারেন, ক্লান্তিতে ঘুম
আসবে, হুট করেই যৌন মিলনের আগ্রহ হারিয়ে যাবে,
শরীর কাঁপতে পারে আবেশে, যোনির ভেতরে
কম্পন অনুভূত হতে পারে।
Judul যৌন মিলনের সময় অরগাজম হচ্ছে - বুঝার উপায় কি ?
Author Created at 97months ago
Rating 5 / 5
This post has no comments - be the first one!